Friday , February 28 2020
Home / জাতীয় / বাংলাকে জানুন / বাংলাদেশের নদী

বাংলাদেশের নদী

০১. পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ।

০২. কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
উত্তরঃ কর্ণফুলী নদীতে।

০৩. ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
উত্তরঃ ৫৪টি।

০৪. ভারত থেকে বাংলাদেশে আসা নদী কতটি?
উত্তরঃ ৫৪টি।

০৫. বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী কতটি?
উত্তরঃ ১টি।

০৬. যমুনা নদীর পূর্বনাম কী?
উত্তরঃ জোনাই নদী।

০৭. বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কী?
উত্তরঃ দোলাই নদী (দোলাই খাল)।

০৮. ব্রহ্মপুত্র নদের পূর্বনাম কী?
উত্তরঃ লৌহিত্য।

০৯. পদ্মা নদীর পূর্বনাম কী?
উত্তরঃ কীর্তিনাশা।

১০. মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নদী কতটি ও কী কী?
উত্তরঃ তিনটি। নাফ, মাতামুহুরী ও সাঙ্গু।

১১. বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
উত্তরঃ ধলেশ্বরী।

১২. মেঘনা নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে?
উত্তরঃ সিলেট।

১৩. কর্ণফুলী নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে।

১৪. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ আসাম।

১৫. নদী সিকস্তি কারা?
উত্তরঃ নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ।

১৬. নদী পয়স্তী কারা?
উত্তরঃ নদীর চর জাগলে যারা চাষাবাদ করতে যায়।

এছাড়াও দেখুন

কীভাবে এলো বাংলাদেশের পতাকা? – নেপথ্যের ইতিহাস

ডিসেম্বর এলেই চারপাশ ছেয়ে যায় বিজয়ের রঙে। বিজয়ের উৎসবে যেমন মেতে ওঠে বাংলাদেশ তেমনি বাংলার …